অধিকার ফোরাম -এ আপনাকে স্বাগতম! অধিকার ডট কম ( Odhikar.com ) ও অধিকার ফোরাম ডট কম ( OdhikarForum.com ) কোন এনজিও অথবা কোন রাজনৈতিক দল বা সংগঠন নয় বা তাদের দ্বারা সাহায্য পুষ্ঠ বা পরিচালিত নয়। এটি সম্পূর্ণ সচেতন, বিবেগবান, অধিকার বঞ্চিত ও সাধারণ মানুয়ের মতামত প্রকাশের ও অধিকারের কথা বলার একটি সামাজিক ফোরাম। প্রকৃত অর্থে আমরা প্রতেকেই স্ব স্ব স্থানে কোন না কোন ভাবে অধিকার বঞ্চিত। একটু গভীর ভাবে দেখলেই বুঝতে পারবে, আপনি কি আপনার স্থানে সর্বক্ষেত্রে সঠিক অধিকার পাচ্ছেন?
সামাজিক, রাজনৈতিক, নিরপাত্তা, ব্যবসা-বানিজ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষাসহ মতামত প্রকাশ, সঠিক ভোটাধিকার প্রয়োগ, কোন না কোন ক্ষেত্রে অথবা অধিকাংশ ক্ষেত্রেই আমরা নাগরিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি প্রতিনিয়ত।